ক্রীড়া ডেস্ক:
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল (বুধবার) টেস্টের আপডেট র্যাঙ্কিং প্রকাশ করে। এই তালিকায় বাংলাদেশ ছিল ১০ নম্বরে। আর আফগানিস্তান ছিল ৯ নম্বরে। কিন্তু বৃহস্পতিবার আইসিসি আবার নতুন তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ৫৫ রেটিং নিয়ে বাংলাদেশ আছে ৯ নম্বর অবস্থানে।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে জায়গা পেতে হলে যতগুলো টেস্ট ম্যাচ খেলা দরকার তা না খেলায় র্যাঙ্কিংয়ে নেই আফগানিস্তানের নাম। টেস্ট খেলুড়ে অন্য দুইটি দল জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের নামও র্যাঙ্কিংয়ে নেই।
র্যাঙ্কিংয়ে ১১৮ রটিং নিয়ে নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে। ১১৪ রেটিং নিয়ে ভারত আছে দ্বিতীয় অবস্থানে। ১০৬ রেটিং নিয়ে ইংল্যান্ডের অবস্থান তৃতীয়।