আন্তর্জাতিক প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ায় উত্তর কোরিয়াজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। তবে কতজন নতুন ধরনে আক্রান্ত হয়েছে তা বলা হয়নি।
কেসিএনএ বলছে, এটি ছিল ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’ এবং ‘নেতা কিম জং উন কী ব্যবস্থা নেওয়া যায় এ নিয়ে জরুরি বৈঠক করেছেন।
খবর বিবিসি।