কাবুল বিমানবন্দরের বোমা হামলা নিহত ১০ জন

img

আন্তর্জাতিক প্রতিবেদক: 

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে জানানো হয়, রবিবার সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলা হয়েছে। ওই বোমা বিস্ফারণে ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। ওই এলাকায় কেবল ত্রাণ ও সামরিক বাহিনীর যান চলাচল করছে। আফগান মিডিয়াগুলো কাবুল বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। সুত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠিও এখন পর্যন্ত ওই বোমা বিস্ফারণের দায়িত্ব স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের কাবুল, মাজার-ই-শরীফ এবং কুন্দুজের মসজিদসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। ওইসব বিস্ফোরণের বেশিরভাগের দায়িত্ব স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএস।

তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে আসছে।