রাশিয়ার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত

img

আন্তর্জাতিক প্রতিবেদক: 

রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা শহরের একটি অস্থায়ী ক্যাম্পে ইউক্রেনের হামলায় অন্তত ৮৯ রুশ সেনার মৃত্যুর ঘটনায় পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে মস্কো। দ্রুজকোভকা অঞ্চলে চালানো ভয়াবহ এ পাল্টা হামলায় ইউক্রেনের দুই শতাধিক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ইউক্রেনকে দেওয়া আমেরিকার ১১টি হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বাহিনী মার্কিন সরবরাহকৃত বেশ কয়েকটি হিমার্স রকেট লঞ্চার ধ্বংস করেছে এবং একটি নতুন সিরিজের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনিয়ান সৈন্য এবং কয়েক ডজন বিদেশি যোদ্ধাকে নির্মূল করেছে।

সেনাবাহিনীর মতে, দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর দ্রুজকোভকা রেলওয়ে স্টেশনে দুটি লঞ্চার ধ্বংস করা হয়েছে। দ্বিতীয় জোড়া লঞ্চার, যেগুলি অন্যান্য ডিপিআর শহরগুলিতে গুলি চালাচ্ছিল, ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর ক্রামতোর্স্কের কাছে অবস্থিত ছিল।

এছাড়াও, লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এবং ক্রিমিয়ার উত্তরে খেরসন অঞ্চলে ফ্রন্টলাইনের কাছে নয়টি হিমার্স রকেট ধ্বংস হয়েছিল।

ক্রামতোর্স্ক এবং মাসলিয়াকোভকার কাছে ইউক্রেনের পক্ষে যুদ্ধরত ‘ভাড়াটে সৈন্যবাহিনীর’ অবস্থানে রাশিয়ান বিমান বাহিনীর চালানো ‘নির্ভুল হামলা’ ১৩০ জনের বেশি সেনা নিহত হয়েছে। অপরদিকে দ্রুজকোভকা রেলওয়ে স্টেশনে ১২০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে রুশ সেনাবাহিনী দাবি করেছে।

অপরদিকে মাকিভকা শহরে ইউক্রেনের হামলায় ধ্বংসস্তূপ থেকে ৮৯ রুশ সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।