নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কুমিল্লা মুরাদনগর উপজেলার পূর্ণাঙ্গ ৭৭ বিশিষ্ট নতুন কমিটির সকল সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা ৩ মুরাদনগর এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
শনিবার (০৪ মার্চ) সকালে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে দুপুর ১টা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুরাদনগর উপজেলার আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল সদস্যগন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামীলীগ ও উপজেলা পুনাঙ্গ কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি মু.রুহুল আমিনসহ জেলা কমিটির সকল সদস্য,এবং উপজেলার নবগঠিত কমিটির সকল সদস্যগন। গত (২০ জানুয়ারি ) শুক্রবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামীলীগের পুনাঙ্গ কমিটি ঘোষণা করেন।