যতক্ষণ নি‌খোঁজের অ‌ভি‌যোগ থাক‌বে ততক্ষণ অ‌ভিযান চলমান থাক‌বে

img

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় যতক্ষণ নি‌খোঁজের অ‌ভি‌যোগ থাক‌বে ততক্ষণ অ‌ভিযান চলমান থাক‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপ-প‌রিচালক দিনম‌নি শর্মা। বুধবার সন্ধায় বি‌স্ফো‌রিত ভব‌নের সাম‌নে এক ব্রিফিং‌য়ে তি‌নি এসব ব‌লেন।

দিনম‌নি শর্মা ব‌লেন, আমা‌দের কা‌ছে এখানকার দোকা‌নি‌দের স্বজনরা দা‌বি তু‌লে‌ছেন তা‌দের স্বজন একজন ভেত‌রে আটকা র‌য়ে গে‌ছেন। গতকাল মঙ্গলবার আমরা যেভা‌বে উদ্ধার কাজ ক‌রে‌ছিলাম সেভা‌বেই আজও উদ্ধার কাজ ক‌রে‌ছি। ত‌বে ভবনটা অত্যন্ত ঝুঁ‌কিপূর্ণ অবস্থায় থাকায় সতর্কতার সঙ্গে আমরা উদ্ধার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি, যা‌তে আমা‌দের কর্মী‌দের কোনো বিপ‌দে পড়তে না হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ব‌লেন, এই ভব‌নে নি‌খোঁ‌জের স্বজন‌দের যতক্ষণ পর্যন্ত দা‌বি থাক‌বে তা‌দের স্বজনরা ভেত‌রে আট‌কে আ‌ছে ততক্ষণ পর্যন্ত আমা‌দের অ‌ভিযান চলমান থাক‌বে।