সব জল্পনা- কল্পনার শেষে,দিল্লির একাদশে মোস্তাফিজ

img

ক্রীড়া প্রতিবেদক:

অবশেষে সব জল্পনা- কল্পনার শেষ হয়েছে । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান । কাটার মাস্টারের একাদশে অন্তর্ভুক্তির ম্যাচে টস হেরে ব্যাটিং করবে দিল্লি । 
 
 আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের খেলানোর জন্য চাটার্ড বিমানে করে মোস্তাফিজকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস । কিন্তু হতাশার কথা হচ্ছে টানা তিন ম্যাচের একটিতেও তাকে একাদশে রাখেনি ফ্র্যাঞ্জাইজিটি । আর এই তিন ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে দিল্লি । 
 
 দিল্লি ক্যাপিটালস 
 
 পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার( অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান । 
 
 মুম্বাই ইন্ডিয়ান্স 
 
 রোহিত শর্মা( অধিনায়ক), ইষাণ কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওধেরা, ঋত্তিক শোকিন, আরশাদ খান, জেসন বেহরেনড্রফ, রিলে মেরেডিথ ও পিচুশ চাউলা ।