স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

img

মফস্বল প্রতিবেদক:

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে আকবর আলী মণ্ডল নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত । একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে । 
 মঙ্গলবার বিকালে বগুড়ার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার এই রায় দেন । 
 
 বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল- ২ এর সরকারি কৌঁসুলি আশেকুর রহমান সুজন । 
 
 দণ্ডপ্রাপ্ত আকবর আলী মণ্ডল শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়ার বাসিন্দা । 
 
 এর আগে গত ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জের আকবর আলী তার স্ত্রী হাসিনা বিবিকে মারধর করে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলে রাখে । হাসিনা বিবি একই উপজেলার বলরামপুরের মৃত নুরুল ইসলামের মেয়ে । 
 
 নারী ও শিশু ট্রাইব্যুনাল- ২ এর সরকারি কৌঁসুলি আশেকুর রহমান সুজন বলেন, ২০০৭ সালের দিকে হাসিনা বিবিকে বিয়ে করেন আকবর আলী । এর আগে আকবরের আরও দুইজন স্ত্রী ছিলেন । বিয়ের পর থেকে যৌতুকের জন্য হাসিনাকে চাপ প্রয়োগ ও মারধর করা হতো । ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে হাসিনাকে মারধর করা হয় । এতে হাসিনা মারা যান । পরে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে আকবর আলী মৃতদেহ শয়ন ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখেন । কিন্তু পরের দিন হাসিনার স্বজনরা আকবরের বাড়িতে এলে লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান । এতে সন্দেহ হলে নিহতের ভাই হত্যা মামলা করেন । এতে আকবর আলী, তার দুই ছেলে ও প্রথম স্ত্রীকে আসামি করা হয় । 
 
 আশেকুর রহমান সুজন আরও বলেন, পরের বছর জানুয়ারি মাসে শিবগঞ্জ থানার তৎকালীন তদন্ত( পরিদর্শক) একেএম লুৎফর রহমান এই মামলার চার্জশিট জমা দেন । চার্জশিটে হত্যার ঘটনায় শুধু আকবর আলীর সম্পৃক্ততার বিষয় উঠে আসে । এরপর মামলার দীর্ঘ শুনানিতে এসব বিষয় প্রমাণিত হয় । পরে মঙ্গলবার বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন । আর অন্য তিনজনকে বেকসুর খালাস করে দেন । 
 
 তারা হলেন- আকবরের ছেলে আনোয়ার হোসেন, এনামুল এবং প্রথম স্ত্রী আম্বিয়া খাতুন । এদের মধ্যে এনামুল পলাতক আছেন ।