বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০ বছরেই উন্নত বাংলাদেশ হতো: প্রধানমন্ত্রী

img

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যে উন্নত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বলেন, ‘ আমরা বাংলাদেশের উন্নয়ন করতে চাই । উন্নয়নের মূল চালিকাশক্তি আপনাদের( প্রকৌশলী) হাতে, এটা মনে রাখতে হবে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন । তিনি বেঁচে থাকলে ১০ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতো । 
 
 শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন শেখ হাসিনা । 
 
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পরে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র তিন বছর সাত মাস সরকারে ছিলেন বঙ্গবন্ধু । এর মধ্যেই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছিল । একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নত করা, একটি সংবিধান উপহার দেওয়া, রাস্তাঘাট, পুল- ব্রিজ আবার পুনর্গঠন, পুনর্বাসন করা, দেশকে আর্থ- সামাজিকভাবে এগিয়ে নিয়ে জাতিকে স্বল্পোন্নত দেশের স্বীকৃতি এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু । 
 
 বহির্বিশ্ব থেকে স্যাংশন দেওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ বিশ্বে এখন স্যাংশন দেওয়ার একটা প্রবণতা হয়ে গেছে । যেসব দেশ স্যাংশন দিবে তাদের কাছ থেকে বাংলাদেশ কিছু কিনবে না । এটার জন্য আমি( প্রধানমন্ত্রী) সিদ্ধান্ত নিতে বলেছি । আমাদের দেশে যাদের দিয়ে সন্ত্রাস- জঙ্গিবাদ দমন করা হয় তাদের উপরে স্যাংশন দেওয়া হয় । আমি বলছি যেসব দেশ বাংলাদেশকে স্যাংশন দেবে তাদের থেকে আমরা কোনো কিছু কিনবো না । ’ 
 
 অনেক দেশ পদ্মা সেতুর মতো সেতু নির্মাণে বাংলাদেশের সহযোগিতা চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে শুধু আমাদের সক্ষমতার প্রমাণ দেখিয়েছি তা নয়, আমাদের প্রকৌশলীরা সেখানে যারা কাজ করেছেন সবারই নিজস্ব অভিজ্ঞতা হয়েছে । অনেক দেশ এখন আমাদের কাছে আসছে । ব্রাজিল তাদের অ্যামাজনে ব্রিজ বানাতে চায় । আমরা বলেছি আমাদের লোকজন রেডি আছে যখনই দরকার আমরা সহযোগিতার জন্য প্রস্তুত । 


এই বিভাগের আরও খবর