চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

img

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্য ও চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 
 
 আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি । চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । ’ 
 
 শোকবার্তায় চিত্রনায়ক ফারুকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী । 
 
 আজ সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক । 
 
 চিত্রনায়কের স্ত্রী ফারহানা পাঠান ও ছেলে রওশন হোসেন পাঠান জানান, মঙ্গলবার ভোরের ফ্লাইটে চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় আনা হবে । 
 
 উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক । তার বাবা আজগার হোসেন পাঠান । এ নায়কের শৈশব- কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায় । পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট । 
 
 ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘ জলছবি ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার । অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী ছিলেন ফারুক । চলচ্চিত্রের মানুষের কাছে তিনি ‘ মিঞা ভাই ’ হিসেবে পরিচিত ।