মফস্বল প্রতিবেদক:
নওগাঁয় মহাদেবপুর ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন ।
সোমবার দুপুরে উপজেলার নওগাঁ- রাজশাহী মহাসড়কের হাট- চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোজাফফর হোসেন । নিহতদের মধ্যে সদর উপজেলার চক- পাথুরিয়া এলাকার সিএনজি চালক পাপ্পু( ৫০) এর পরিচয় মিলেছে । তবে বাকি তিন জনের নাম পরিচয় এখনো জানা যায়নি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ট্রাকটি নওগাঁনওহাটা'র দিকে যাচ্ছিলো । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটলে ঘটনাস্থলে সিএনজির ড্রাইভারসহ চার যাত্রী নিহত হয় । এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয় ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ- পরিচালক মাহমুদুল হাসান জানান, দুপুর ১টা ১০মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল আসি । এসে দেখি সিএনজিটি দুমড়ে- মুচরে পড়ে আছে । পরে একে একে সিএনজির ভিতর থেকে সিএনজির চালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ট্রাকটিকে জব্দ কর নওহাটা পুলিশ ফাড়িতে রাখা হয়েছে ।
তবে ট্রাকটিতে থাকা ড্রাইভার এবং হেলপার পালিয়ে যায় । নিহতের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি তিন জনের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি ।