এশিয়া কাপের আগে করোনা আতঙ্ক, আক্রান্ত দুই লঙ্কান ক্রিকেটার

img

ক্রীড়া প্রতিবেদক:

এশিয়া কাপের আগে শুরু হয়েছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার। তাদের অন্যান্য ক্রিকেটারদের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার গণমাধ্যম থেকে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই ক্রিকেটার হলেন- দলীয় ওপেনার আভিস্কা ফার্নান্দো ও উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরা। করোনায় আক্রান্ত হলেও তাদের তেমন কোনো সমস্যা নেই।

তারা দুজননে এর আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। এই দুজনের করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর এশিয়া কাপ নিয়ে খানিকটা আতঙ্ক দেখা দিয়েছে। চলমান সময়ে করোনার বিধি-নিষেধ না থাকায় অন্যান্য ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।