ফের জিম্বাবুয়ের রাষ্ট্রপতি নির্বাচিত এমারসন নানগাগওয়া

img

আন্তর্জাতিক ডেস্ক:

পুনরায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নানগাগওয়া।

শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় নানাগাগওয়াকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।

এমারসন নানগাগওয়া এই নিয়ে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় শনিবার একটি টুইট বার্তায় জানায়, জিম্বাবুয়ে নির্বাচন কমিশন ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি এমারসন নানগাগওয়া ২৩ লাখ ৫০ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যা মোট প্রদানকৃত ভোটের ৫২.৬ শতাংশ।

অপরদিকে সিটিজেনস কোয়ালিশন ফর চেঞ্জ (সিসিসি) দলের নেলসন চামিসা পেয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৭৩৪ ভোট, যা ৪৪ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ের পর নানগাগওয়ার প্রধান নির্বাচনী এজেন্ট জিয়াম্বি জিয়াম্বি বলেন, আমরা বিশ্বাস করতাম আমাদের কাজগুলোই আমাদের ইশতেহার। আমরা বিশ্বাস করি যে জিম্বাবুয়ের জনগণ বিজ্ঞতার সঙ্গেই তাদের ভোট দিয়েছেন।

প্রধান বিরোধী দলীয় প্রার্থী নেলসন চামিসা জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত ছিলেন। তিনি ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করে নির্বাচনী সংস্থার ঘোষিত এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

২০১৭ সালে সামরিক বাহিনীর দ্বারা স্বৈরাচারী নেতা রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর জিম্বাবুয়েতে এটি ছিল দ্বিতীয় নির্বাচন।