ডিএমপি থেকে বেরিয়ে যা বললেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন

img

নিজস্ব প্রতিবেদক:

শাহবাগ থানা হেফাজতে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপি গঠিত তদন্ত কমিটির ওপর আস্থা রাখছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

তারা বলছেন, দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির বিভাগীয় তদন্তের ওপর তাদের আস্থা আছে।

সোমবার দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

তবে অভিযুক্ত পুলিশের এডিসি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই ঘটনাটির আশু সুরহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুচিন্তিত করার জন্য এবং যারা দায়ী তাদের যেন যথাযথ ও যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে ও আজ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি।

ছাত্রলীগ সভাপতি  বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ে তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।'

ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ মামলা করতে নিষেধ করেছে। তাহলে মামলা করবেন না আপনারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না ভুল কথা। এটি নিয়েই আমরা কথা বলেছি। আজকে ডিএমপি কমিশনারকে বলেছি, তদন্ত কমিটির রিপোর্ট যেন দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয়। সুষ্ঠু বিচার বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেটি নিয়েই আমরা কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সবাই বিব্রতবোধ করছেন।'

এ ঘটনায় ছাত্রদলের উদ্বেগকে ছাত্রলীগ কীভাবে দেখছে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, 'যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিষয়ে আমরা সতর্ক আছি। যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যত্তয় করতে চায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদের ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।'