সাবেক পুলিশ মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মারা গেছেন

img

ডেস্ক প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক  ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বুধবার রাত (১৩ সেপ্টেম্বর) ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আব্দুর রউফের মৃত্যুর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, মৃত্যুকালে সাবেক পুলিশপ্রধান স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুর রউফ ১৯৫০ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ষাইটশালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার  হিসেবে পুলিশ বাহিনীতে যোগদেন। আব্দুর রউফ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করে ২০০৭ সালের ২২ জানুয়ারি অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

মরহুমের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লায় তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ছাড়াও পুলিশের বর্তমান ও সাবেক সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন। জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সহ-সভাপতি (সাবেক ডিআইজি) ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

পরে আজ বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সাবেক আইজিপির মৃত্যুতে শোক জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মরহুম আব্দুর রউফ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি পুলিশ বাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে তাঁর বিরোচিত ভূমিকা ও অনন্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।