২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার

img

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার। কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে মক্কায় যেতে পারবেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন।

 চলতি বছর সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের জন্য হজের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ছিল। কিন্তু বেশ কয়েকবার নিবন্ধনের সময় বাড়িয়েও সেই কোটা পূরণ করা সম্ভব হয়নি।