নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার হাইকমিশনার নুর আশিকিন মোহ্দ তাইব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ, কে, এম শাহজাহান কামালের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ ও মালেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারে বৈঠকে সম্মতি জ্ঞাপন করা হয়।