সম্পাদক:
দীর্ঘদিন ধরে বা চাকরীর শুরু থেকে কোন কর্মকর্তা - কর্মচারী এক জায়গায় চাকরী করলে অনেক ক্ষেত্রে দেশ, জনগন ও আদর্শের ক্ষতির কারন হয়ে থাকে ।
আবার অনেক জায়গায় দেখা যায় ছোট পোষ্টে চাকরী করে কিন্তু বড় বড় কর্মকর্তার চেয়ে বেশী ভাবে থাকে ।
এসবের কারণ দীর্ঘদিন এক জায়গায় অবস্থান করা। অনেকে নিজ ইউনিয়ন বা নিজ উপজেলায় চাকরী করছে, বাড়ি থেকে আসা যাওয়া করে।
এর কারনে অনেকে নিজস্ব ক্ষমতার অপব্যবহার করে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ নামে বেনামে নিজে করাসহ জমিজমা কেনাবেচা, নিরহ মানুষের উপড়ে জোর জবস্থি খাটানো, মামলা মোকদ্দমা, পূর্ব শত্রুতার জের ইত্যাদি কর্মে লিপ্ত হয়ে যায়।
ছোট হউক বড় হউক সকল পোষ্টে বদলি বাধ্যতামূলক হওয়া দরকার।
আবার অনেকে পাশাপাশি থানার বর্ডার এলাকার, তাই এমন ভাবে সেট হয় যাতে করে দুই এলাকার মানুষের সাথে সখ্য গড়ে তোলে ।
আমাদের জানামতে সরকার যে পরিমান সুবিধা দিয়েছে তাতে করে কমপক্ষে রাষ্ট্রের কল্যানে এক উপজেলা মাঝখানে রেখে পরের উপজেলায় বা অন্য জেলায় বদলি করলেও সমস্যা হওয়ার কথা না।
অনেক দপ্তরে দেখা যায় চাকরী শেষ হওয়ার পর ওই দপ্তরে কিছুদিনের জন্য চুক্তিভিত্তিক থাকে।
চুক্তিভিত্তিক যতদিন থাকে, এই দিনগুলোতে খুব কম কাজ হয় যা দেশ ও জনগনের জন্য কল্যানের।
সরকারের সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে মফস্বল এলাকার দিকে জোড় দৃষ্টি দেওয়ার দরকার।