বিরক্তিকর ঘামাচি থেকে মুক্তি পাবেন যেভাবে

img

ডেস্ক প্রতিবেদক:

এই গরমে ঘামাচি একটি বিরক্তিকর বিষয়। গরম এলেই ত্বকে ঘামাচি দেখা দেয়। ঘামাচি থেকে মুক্তি পেতে আমরা ঘামাচিরোধক পাউডার ব্যবহার করে থাকি, কিন্তু তবুও সব সময় তা কাজে দেয়না। ঘামাচিরো যা যা করবেন দেখে নিন। 

১. ঘামাচি থেকে মুক্তি পেতে সাধারণত আমরা পাউডার ব্যবহার করে থাকি। পাউডার ব্যবহারের কয়েত ঘণ্টা পর শরীরের ওই অংশ পানি ধুয়ে ফেলুন। কেননা পাউডারের কারণে শরীরের লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ, ফুসকুড়িসহ আরও নানা সমস্যা দেখা দিতে পারে।

২. ঘামাচি দূর করতে বরফ অত্যন্ত কার্যকরী। একটি পরিস্কার পাতলা কাপড়ে বরফ মুড়ে তা ঘামাচি আক্রান্ত স্থানে ঘষুন, ঘামাচি দূর হয়ে যাবে।  

৩. ঘামাচির অস্বস্তি কমাতে পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে আধা কাপ গোলাপ পানি  মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটি ঘামাচি আক্রান্ত স্থানে লাগানোর পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. বেসনও ঘামাচি দূর করতে দারুণ কাজ করে। এককাপ বেসনের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ঘামাচি আক্রান্ত ত্বকের উপর লাগান। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।