নিজস্ব প্রতিবেদক:
তীব্র গতিতে বেড়ে উঠা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ নিয়ে আসার ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
তবে সংকট সামাল দিতে বিমানে করে পাকিস্তান থেকে ৮১ টন পেঁয়াজের একটি চালান ঢাকায় পৌঁছেছে। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজটি করাচি থেকে ঢাকায় পৌঁছে।
চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে বলে জানা গেছে।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এই খবর নিশ্চিত করে জানান, পেঁয়াজগুলো এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।
সম্প্রতি হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। কয়েক গুণ বেশি দামে পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কয়েকটি দেশ থেকে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবেই পাকিস্তান থেকে এই পেঁয়াজ এলো।
এদিকে চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান বুধবার দিবাগত রাত একটায় আসার কথা রয়েছে। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।
এদিকে আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।