নিজস্ব প্রতিবেদক:
করদাতাদের অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের আয়কর মেলা। মেলায় দুই হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৮ টাকার রেকর্ডসংখ্যক আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতবার এর পরিমাণটা ছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।
এনবিআরের তথ্যানুসারে, এবার ঢাকার মতো দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা ছিল।
মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পেরেছেন। ১৪ নভেম্বর শুরু হওয়া এ মেলা শেষ দিন ছিল আজ বুধবার।
বুধবার অফিসার্স ক্লাবে আয়কর মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আয়কর মেলা আজ শেষ হলেও ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। মেলার পরিবেশে যেন কর অফিসগুলোতে করদাতারা করসেবা গ্রহণ করতে পারেন সেজন্য কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি।