আজ ডিজিটাল বাংলাদেশ দিবস

img

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক:

আজ ১২ ডিসেম্বর, ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য ‌‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। তাই এ বছরের শপথ হোক আমরা সত্য মিথ্যা যাচাই ছাড়া কোনো ধরনের অপপ্রচারে কান দেব না, একদমই নিশ্চিত না হয়ে কিছু ছড়িয়ে দেব না। দ্বিতীয়বারের মতো দেশে পালিত হচ্ছে  ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’।

সভা-সেমিনারের মধ্য দিয়ে সারাদেশে দিনটি উদযাপিত হচ্ছে। দিবস ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সেজেছে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুনে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগও। এ বিভাগটির প্রতিপাদ্য ‘সংযুক্তিতে উৎপাদন দেশের হবে উন্নয়ন।’

২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছিল। গত বছর থেকে এই দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন এক নেতার ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশন এখন ১৬ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে। ২০০৮ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশন ছিল শেখ হাসিনার। সেটা ২০০৯ সালে পরিণত হয় সরকারের ভিশনে। তার ঠিক ১১ বছর পর এসে সেই ভিশন এখন দেশের ১৬ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র‌্যালি বের হয়। বিকেল তিনটায় বসুন্ধরার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কনসার্ট অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতা ও কনসার্টের।

এ উপলক্ষে আজ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’।

বিকেল ৩টায় বাড্ডার মাদানী এভিনিউয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হবে এ আয়োজন। এতে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী মমতাজ বেগম, হার্ড রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস, ব্যান্ড স্পন্দন, কণ্ঠশিল্পী ঐশী ও প্রীতম হাসান।

কনসার্টে প্রবেশ থাকছে সবার জন্য উন্মুক্ত। কোনো অনলাইন নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন আয়োজকরা।