বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’-এর শুটিং শুরুর প্রথমদিন থেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সে কারণে ‘বীর’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে! ৫০ শতাংশের বেশি শুটিং হলেও অফিসিয়ালি কোনো স্থিরচিত্র কিংবা লুক প্রকাশ করা হয়নি। এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘বীর’-এর ফার্স্টলুক প্রকাশ করা হবে জানিয়েছিলেন শাকিব খান।
তবে প্রতীক্ষিত সেই লুক প্রকাশের আগেই বুধবার (১১ ডিসেম্বর) অন্তর্জালে ফাঁস হলো ‘বীর’ ইউনিটের একটি ছবি। যেটি ভাইরাল হলো ফেসবুকে, সিনেমাপ্রেমীদের দেয়ালে দেয়ালে। ছবিটি দেখে প্রশংসায় ভাসছেন শাকিব ভক্তরা। যেখানে দেখা গেছে, নায়ক শাকিব খান দাঁড়িয়ে আছেন সড়ক নির্মাণের একটি ক্রেনের গায়ে হেলান দিয়ে। ডুবে আছেন মুঠোফোনে। গলায় মাফলার। পরনে হাতা গোটানো শার্ট ও ছেঁড়া জিন্সপ্যান্ট। ছবিতে স্পষ্ট, এটি ধারণ করা হয়েছে শুটিংয়ের ফাঁকে, নায়কের অজান্তে।
তিনি জানান, এটি তার প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ ছবি দুটি সাফল্য পেয়েছে। তাই ‘বীর’-এর সাফল্য নিয়েও উদ্দীপনার কমতি ছিল না। বলেন, যত্নশীল হয়ে কাজ করে যাচ্ছি। আগামী ঈদের আগেই ‘বীর’ মুক্তি পাবে।
ছবিটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ, এতে শাকিব খানের বাবরি চুল ও চাপদাড়ি। না না, এগুলো নকল নয়। জানা গেছে, চরিত্রের প্রয়োজনেই শাকিব খান এমন প্রস্তুতি নিয়েছেন টানা দেড় মাস সময় নিয়ে।
শুধুমাত্র ‘বীর’-এর জন্য প্রস্তুত হতে মাস দেড়েক সময় নিয়েছেন শাকিব। তার মতে, ‘বীর’-এর গল্পটাই এমন যে তাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। বলেন, ‘বীর’ দেশপ্রেমের ছবি। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।
এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াৎ। ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।