নিজস্ব প্রতিবেদক:
হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা সম্ভব হবে না বলে মনে করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। বলেছেন, ‘উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। আমরা এই জায়গায় আঘাত হানতে চাই।’
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক ও উৎসর্গ বাংলাদেশ। কর্মশালায় অংশ নিয়েছেন ডিএসপি ও উৎসর্গ ফাউন্ডেশনের ৬৪টি জেলার তরুণ প্রতিনিধিরা।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ‘জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। পরিবার, শিক্ষাব্যবস্থা, মসজিদের ইমাম, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান যাদের মুখ্য পরিচয় হবে না। তারা মানুষ, বাঙালি।’
মনিরুল বলেন, ‘জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। এই জায়গায় আমরা আঘাত হানতে চাই। তরুণদেরও এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।’