মফস্বল প্রতিবেদক:
ফরিদপুর সদর উপজেলায় বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে যশোরগামী মামুন পরিবহনের বাসের সাথে একটি মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।
তিনি আরও জানান আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরমুখী একটি বাস মল্লিকপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পাশের পুরাতন ব্রিজ দিয়ে যান চলাচল করছে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।