কুষ্টিয়া প্রতিনিধি:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতা এখন আর কোন দপ্তর থেকে নিতে হবে না ব্যাংক থেকে সরাসরি যার যার একাউন্টে পৌঁছে যাবে। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা বোনাস পাবেন। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের হাতে সকলের পরিচয়পত্র পৌঁছে দিতে চাই।’
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী বাশঁগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজে রজত জয়ন্তী উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘যারা অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের ১৬ লাখ করে টাকা দেয়া হবে বাড়ি তৈরির জন্য। মুক্তিযোদ্ধাদের যত স্মৃতিস্থান আছে সবগুলো আমরা সংরক্ষণ করব। যেসব দাবির কথা আপনারা বলেছেন সব দাবি আপনাদের পূরণ করা হবে। আপনারা মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠান আমাদের কাছে। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্থান সংরক্ষণে সবকিছু করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা।