ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গবন্ধু বিপিএলে সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। আজ এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম।
পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করেছিল খুলনা। আর ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করেছিল রাজশাহী।
খুলনা টাইগার্স একাদশ: শান্ত, মিরাজ, রুশো, মুশফিক (অধিনায়ক, উইকেটরক্ষক), নাজিবউল্লাহ, শামসুর, ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল, শহীদুল, আমিনুল।
রাজশাহী রয়্যালস একাদশ: লিটন (উইকেটরক্ষক), আফিফ, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি।