পশ্চিমবঙ্গে বিচিত্রানুষ্ঠানে অপু বিশ্বাস

img

বিনোদন ডেস্ক:

আজ বুধবার আসামের একটি বিচিত্রানুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামীকাল মেদেনিপুরে আরেকটি বিচিত্রানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অপু বিশ্বাস বলেন, ‘অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আজ ১৫ জানুয়ারি শো হবে আসামে। গতকাল সন্ধ্যায় কলকাতা এসেছি। আগামীকাল মেদেনিপুরে আরেকটি শোতে অংশ নেব।’

অপু বিশ্বাসের সঙ্গে গেছেন কোরিওগ্রাফার ফারুক। শো শেষ করে ১৭ জানুয়ারি ঢাকায় ফিরবেন এই অভিনেত্রী।

দেশে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।