বিনোদন ডেস্ক:
অবশেষে 'বিক্ষোভ' ছবির শুটিং-এ অংশ নিলেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। গতকাল ১৮ জানুয়ারি ফ্লাইটে ঢাকায় এসেই এফডিসিতে শুটিংয়ে অংশ নেন।
গেল ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল শ্রাবন্তীর। হঠাৎ শ্রাবন্তীর মামাশ্বশুর মারা যাওয়ায় আসতে পারেননি তিনি। দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন তিনি। এবার টানা ১৫ দিন শুটিং হবে। তাহলেই শুটিং শেষ হয়ে যাবে।
‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন ভারতের রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, শান্ত খান প্রমুখ।
এর আগে গেল বছর সেপ্টেম্বরে এই ছবির শুটিং এ অংশ নেন শ্রাবন্তী। জানা গেছে, একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংঘটিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘বিক্ষোভ’।