মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের জন্মদিন আজ 

img

সম্পাদকীয়ঃ

আজ  ৫ আগষ্ট রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন । ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের হাতে বঙ্গবন্ধুর সঙ্গে তিনিও সপরিবারে প্রাণ হারান।

শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন শেখ কামাল।

তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী।

ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। ব্যক্তি জীবনে শেখ কামাল শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।