ব্ল্যাকহেডস দূর করুন ঘরোয়া উপায়

img

ডেস্ক প্রতিবেদক:

নাকের আশেপাশে ও ঠোঁটের নিচে অনেকেরই ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস হয়ে থাকে। এক্ষেত্রে নাকের উপর কালো বা সাদা দানার মতো দেখা দেয়। যা সৌন্দর্য নষ্ট করে থাকে। 

তবে ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করার সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া উপায় দূর করবেন নাকের ব্ল্যাকহেডস সে সম্পর্কে-

১ টেবিল চামচ ওটস বা ওটমিল। দুই থেকে তিন ফোঁটা লেবুর রস। এক টেবিল চামচ টক দই।

ব্যবহার: 

একটা বাটিতে উল্লেখিত পরিমাণে ওটমিল ও দই নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। যাতে মিশ্রণটা খুব মসৃণ হয়। এরপর এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি নাকের চারপাশে ও ওপরে ভালো মতো মেখে নিন। মিশ্রণটি ভালো মতো বসার জন্য ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর আঙ্গুল দিয়ে চক্রাকারে ভালো মতো ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করলে উপকার মিলতে থাকবে।