মুসলিম দেশে ‘হালাল পতিতালয়’

img

আন্তর্জাতিক প্রতিবেদক:

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া।  জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ এটি। দেশটি মুসলিম রাষ্ট্র হলেও সেখানে শত শত হিন্দুদের মন্দির রয়েছে। ইন্দোনেশিয়ায় বিয়ে নিয়েও আজব কিছু রীতিনীতি রয়েছে। বিয়ের পর তারা বর-কনেকে তিনদিন এক ঘরে বন্ধ করে রেখে দেয়। সেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় পতিতালয়। যদিও এ দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে থাকে। আবার এ দেশেই মুসলিমদের জন্য নতুন করে খোলা হয়েছে “হালাল পতিতালয়”। যদিও আরও বেশ কিছু মুসলিম দেশেই রয়েছে এমন ব্যবস্থা। 

সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয় ‘ধর্মীয় অনুশাসন মেনেই সেখানে চালু হয়েছে পতিতালয়। আর এই পতিতালয়কে মালিক পক্ষ হালাল বলে দাবি করেছে। বলা হয়েছে, এখানে পতিতাদেরকে কোন রকম মাদক সেবনে বাধ্য করা হবেনা। তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং খদ্দেরদেরকেও ইসলামের নিয়মকানুন মেনেই যৌন সম্পর্ক করতে হবে।