বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে ২০ হাজার টাকা

img

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে দেশের ইতিহাসে সর্বোচ্চ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

আগে বীর মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা ভাতা পেতেন। ২০২১-২২ অর্থবছরে মাসিক ভাতা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এতে বরাদ্দ বাড়বে এক হাজার ৯২০ কোটি টাকা।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এবারে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।