আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায়

img

নিজস্ব প্রতিবেদক:

আজ থেকে আবারো ভ্রাম্যমাণ ট্রাকে ১০০ টাকা লিটার মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের এ সংস্থাটি রবিবার সকাল থেকে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রির পাশাপাশি মসুর ডাল ও চিনি বিক্রি করছে। 

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ৬ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে টিসিবি। সাধারণ আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে ৪০০ ট্রাকে করে সারাদেশে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে।

তিনি আরো বলেন, ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।