সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১৩ জন নির্মাণ শ্রমিক নিহত

img

মফস্বল প্রতিবেদক:

সিলেটের নাজিরবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন । 
 
 বুধবার সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা- সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । 
 
 সিলেটের দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । 
 
 নিহতরা হলেন- সাধু মিয়া( ৩০), হারিছ মিয়া( ৫০), রশিদ মিয়া( ৪০), দুলাল মিয়া( ৪৫), বাদশা মিয়া( ৩০), সৌরভ( ২৫), সাগর( ২০), সাহেদ নুর( ৪৫) ও ওয়াহিদ আলী( ৩০) । বাকিদের পরিচয় জানা যায়নি । 
 
 আবুল কা‌শেম নামের এক রাজ‌মিস্ত্রী জানান, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণ শ্রমিক । 
 
 সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল । বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । এ সময় শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন । আহত আটজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন মারা যান । 
 
 ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন । হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান । তাদের পরিচয় জানার চেষ্টা চলছে ।