নারী ফুটবলারকে চুমু, ক্ষমা চাইলেন ফেডারেশনের সভাপতি

img

ক্রীড়া প্রতিবেদক:

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগের বশে স্প্যানিশ নারী ফুটবলার জেনি হারমোসাকে চুমু দেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস

রুবিয়ালেস। এবার সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন তিনি।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইংল্যান্ড নারী দলকে ১-০ গোল ব্যবধানে হারায় স্পেন। সেই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে নেয় স্প্যানিশরা।

আর সেই খুশিতেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন রুবিয়ালেস।

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ঘটনার শিকার জেনি হারমোসা। তিনি লেখেন, ‘আমি মোটেও এটা পছন্দ করিনি।’

তবে শেষ পর্যন্ত ফেডারেশন সভাপতির পক্ষই নিয়েছেন তিনি।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়ে রুবিয়ালেস সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমার ক্ষমা চাওয়া ছাড়া এবং এখান থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

দায়িত্ব থাকাকালে আমার অবশ্যই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি ভুল করেছি। অবশ্যই আমি ভুল করেছি। সেটা স্বীকারও করছি। আমি ক্ষমা চাচ্ছি।


এই বিভাগের আরও খবর