২০ বছরে প্রথমবার ব্যালন ডিঅরের তালিকায় নেই পর্তুগীজ সুপারস্টার রোনালদো

img

ক্রীড়া প্রতিবেদক:

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বিবেচনায় মর্যাদাকর ব্যালন ডিঅরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বের শীর্ষ সারির প্রায় সকল খেলোয়াড় স্বাভাবিক ভাবেই জায়গা করে নিলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর বাদ পড়া সকলের চোখে পড়েছে। গত ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মনোনীতদের তালিকা থেকে বাদ পড়লেন এই পর্তুগীজ সুপারস্টার।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেলম মেসি, ম্যানচেস্টার সিটির উদীয়মাস তারকা আর্লিং হালান্ড ছাড়াও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ গত মৌসুমে মাঠ মাতানো মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরো অনেকেই এই তালিকায় জায়গা পেয়েছে।

২০০৩ সালে সর্বশেষ রোনালদো এই তালিকার জন্য মনোনীত হননি। ঐ সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুম কাটিয়েছিলেন। এরপর প্রতিটি তালিকায় শীর্ষস্থানীয় নাম হিসেবে মেসির পাশাপাশি রোনালদোও ছিলেন।

২০০৪ সালে প্রথমবারের মতো ব্যালন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন রোনালদো। এরপর টানা ১৯ বার তিনি তালিকায় ছিলেন। ১৯ বছর বয়স থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত প্রায় প্রতিবারই তিনি সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন।

প্রথমবারের মতো ব্যালন ডিঅর তালিকায় মনোনীত হবার চার বছরের মধ্যে ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ৪০ গজ দূর থেকে দুর্দান্ত এক গোলে করে পুসকাস এ্যাওয়ার্ড পেয়েছিলেন রোনালদো।

 


এই বিভাগের আরও খবর