নাটোর-৪ উপ‌নির্বাচনে নৌকার টিকিট পেলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

img

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-৪ আসনের উপ‌-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। এছাড়াও বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্দিকুর রহমানকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম।

এদিন সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসে।

নাটোর-৪ আসনেরে উপ‌-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দেন ১৭ জন প্রার্থী। তারা হলেন- সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক আইন বিষয়ক উপ-কমিটির সদস্য সুব্রত কুমার কুন্ড, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ ইসলাম, সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল পারভেজ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল কাদের, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম শাহজাহান কবীর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য রতন কুমার সাহা।

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মারা যান। তার মৃত্যুর পর এ আসন শূন্য ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষি‌তে গত ৭ সেপ্টেম্বর নাটোর-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন । তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর এ আসনে উপ‌-নির্বাচন অনুষ্ঠিত হ‌বে।