আহমদ শফির দেয়া ফ‌তোয়ার প্রতিবাদে মানববন্ধন

img

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামীর আমির আহমদ শফির দেয়া মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে অবৈধ ফ‌তোয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন, বাংলাদেশ।

আজ ১৪ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বলা হয়, জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমান ছেলে ও প্রত্যেক মুসলিম মেয়ের সবার উপর ফরজ  এবং লেখাপড়া প্রতিটি মানুষের জন্য দোয়া ও তার মহান রাসুলের প্রদত্ত মৌলিক অধিকার। দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণাধিক প্রিয় নবীর নির্দেশিত লেখাপড়া থেকে মা বোনদের বঞ্চিত রেখে জীবন ধ্বংস করা ইসলাম ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করা এ‌কই কথা।

ইসলাম বিরোধী বক্তব্যের প্রতি ঘৃণা জানিয়ে তারা বলেন, মেয়েদের লেখাপড়া বন্ধের জন্য শ‌ফি হুজুরের ফ‌তোয়া ইসলাম বিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধ।

মানববন্ধন তারা প্রিয় নবী (সাঃ) এর সার্বজনীন শান্তিময় মানবিক সমাজ রাষ্ট্র ব্যবস্থার উদ্বুদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

তখন উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা রায়হান রাহবাব, মাওলানা গোলাম সাদেক, শেখ হানিফ, অ্যাডভোকেট শারমিন সুলতানা প্রমুখ।