নিজস্ব প্রতিবেদক:
রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী চার পদে মোট ৬১০ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা: ভি.এফ.এ ২৬৯টি। কম্পাউন্ডার ৭০টি, পোল্ট্রি টেকনিশিয়ান ৯টি, এফ.এ (এ/আই) ২৬২টি।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১০২০০-২৪৬৮০/-
বয়স: ২৭/০৫/২০১৯ তারিখে ১৮-৩২ বছর এর মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবদন করতে হবে। আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী প্রণিসম্পদ অধিদপ্তরের www.job.dls.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। ওযেব সাইটের অনলাইন নিয়োগ অপশনে গিয়ে আবদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮/০৪/২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ২৭/০৫/২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।