নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। সকালে ষোড়শ উপাচারে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবীর সপ্তমী বিহিত পূজা। দেবীর চক্ষুদান দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আর এর মাধ্যমে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা।
গতকাল থেকে সারাদেশের মন্দির আর পূজামণ্ডপ ঢাকের বোল, মন্ত্র ও চন্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কেঁপে উঠেছে।
শনিবার সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান শেষে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানের উপাচার, পুষ্পমাল্য ও চন্দন দিয়ে পূজা শুরু হয়।
পূজা শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলী দেন ভক্তরা। ঢাক শংখ আর উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপে দেবী দূর্গার কাছে শান্তি ও মঙ্গলের প্রত্যাশা করেন উপাসনাকারীরা।
মহাসপ্তমী শেষে আগামীকাল মহাঅষ্টমী। এদিন সকালে কুমারীপূজা ও রাতে সন্ধিপূজা পালিত হবে। পর্যায়ক্রমে মহানবমী এবং বিজয়া দশমী, দর্পণ ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ঘোড়ায় চড়ে বিদায় নেবেন দেবী দুর্গা।