মফস্বল প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘কোন অমুক্তিযোদ্ধা, রাজাকার ও বির্তকিত ব্যাক্তি মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবে না। যদি এধরনের অভিযোগ পাওয়া যায়, তাদের বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে।’
মন্ত্রী রবিবার বিকালে ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণি আদর্শে গড়া যুবলীগ চাই। গৌরবউজ্জ্বল ছাত্রলীগের বিরুদ্ধে আজ যেসব কথা শুনি- তা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শত জন্মবাষির্কী উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরের ২০০ জন মুক্তিযোদ্ধকে ১৫ লাখ টাকা ব্যয়ে বাসস্থানের ব্যবস্থা করা হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার একই ডিজাইনের কবর নির্মাণ করে দেয়া হবে।’
ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফরিদুল হক খান, মোজাফফর হোসেন, জেলা প্রশাসক এনামুর হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
মন্ত্রী এর আগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।