নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান

img

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ২২ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (শামসুন্নাহার হল) এর সামনে তারেক মাসুদ ও মিশুক মনির ভাস্কর্যে জাগো বাংলাদেশ পেসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেশের সকল সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মোঃ মোস্তফা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাগো বাংলাদেশের সভাপতি সাংবাদিক ফরিদ খান, মহাচিব মোঃ বাহারানে সুলতান বাহার, দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সভাপতি সৈয়দ শাহ আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিলন মল্লিক, গোলাম ফারুক মজনু, শামীম আহমেদ, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন এর সভাপতি জামাল সিকদার,

শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন এদেশের বহু মানুষ। দেশে নিরাপদ সড়ক দিবস থাকলেও সড়ক দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য কোন স্তম্ভ নাই। গত ১৩ আগস্ট ২০১১ সালে ঘিয়র, মানিকগঞ্জ এক সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছিলেন তারেক মাসুদ ও মুনির চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের স্মৃতি স্তম্ভ থাকায় সড়ক দুর্ঘটনায় সকল নিহতদের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। প্রতি বছর দল-মত নির্বিশেষে এই দিনে এই স্থানে সবাই শ্রদ্ধা জানাতে আসবেন সকলের প্রতি আহ্বান। বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।