পেঁয়াজে আমদানি শুল্ক নেই: অর্থমন্ত্রী

img

মফস্বল প্রতিবেদক:

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে পেঁয়াজ আমদানির ওপর সরকারকে কোন আমদানি শুল্ক দিতে হয় না। পেঁয়াজ আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অর্থসহ যে কোন ধরনের সহায়তা চাইলে অর্থ মন্ত্রানলয় তা দিতে প্রস্তুত।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে চার কোটি মানুষ মিডলক্লাস। এই চার কোটি মানুষ ট্যাক্স দেয় না। তারা যদি ট্যাক্স প্রদান করতো তবে ট্রাক্স রেট ১৫/২০ ভাগে নামিয়ে আনা যেত। আমরা সবাইকে ট্যাক্সের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, আমার জানা মতে, পেঁয়াজের কোনো ইমপোর্ট ডিউটি নেই। পেঁয়াজ আমদানির জন্য কোনো বাধা থাকে না।  প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে। 

দুর্নীতি প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, যে অর্থনীতে দুর্নীতি থাকে সেই অর্থনীতি টেকসই হতে পারে না। আমরা টেকসই উন্নয়ন করবো। সব ধরনের দুর্নীতিকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাবো। 

তিনি আরো বলেন, তাদের নাম ভাঙিয়ে যদি কেউ দুর্নীতি করতে চায় প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ সময় অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ মন্ত্রীর সঙ্গে ছিলেন।