যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে আজ

img

নিজস্ব প্রতিবেদক:

পাইপলাইনের সংস্কার ও মেরামতের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আজ শনিবার পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়,  আজ (শনিবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, রাজধানীর ফার্মগেট, জাতীয় সংসদ ভবন এলাকা, সম্পূর্ণ রাজাবাজার এলাকা, মনিপুরীপাড়া, শুক্রাবাদ ও আশেপাশের এলাকা, আবাসিক এলাকাসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।