চট্টগ্রাম প্রতিনিধি:
পেঁয়াজের দাম যেন অপ্রতিরোধ্য। এর দাম এখন কেজিতে ২৫০ টাকায় পৌঁছেছে। তাই দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মিসর ও তুরস্ক থেকে আসা ৫ হাজার টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে। খালাসের তদারকি করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজ আমদানি অব্যাহত রাখতে দেশের ছোট বড় আমদানি কারকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানিকারকরা নতুন করে এলসি খুলে পেঁয়াজ আমদানি করছে। দেশে পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানি অব্যাহত থাকবে।
জানা গেছে, পেঁয়াজের এই চালানটি আমদানি করেছে সিটি ও মেঘনা গ্রুপসহ দেশের কয়েকটি ছোট বড় আমদানি কারক।
এদিকে টিসিবির পর এবার জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির পাশাপাশি উপজেলা পর্যায়ে পেঁয়াজ বিক্রির জন্য সব জেলা প্রশাসককে রবিবার চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগ রংপুর ও রাজশাহীর সব জেলায় পেঁয়াজ বিক্রি করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সব জেলাতেই এ কার্যক্রম শুরু হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন এ পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি, সরবরাহ সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে।