যুদ্ধাপরাধে বরগুনায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

img

নিজস্ব প্রতিবেদক:

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরগুনার আব্দুল মান্নান হাওলাদারসহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার  বিচারপতি মো. আমির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। গ্রেপ্তারের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, বরগুনার চার আসামির বিরুদ্ধে আজ দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।