ময়মনসিংহের ভালুকায় ফেরদৌস, মৌসুমী, অপু, বাপ্পী

img

বিনোদন ডেস্ক:

হেলিকপ্টারে করে মাদকবিরোধী কনসার্টে অংশ নিতে ময়মনসিংহের ভালুকায় গেলেন ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক তারকা। আজ রোববার দুপুরে ঢাকা থেকে রওনা দেন ফেরদৌস, মৌসুমী, অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী ও উপস্থাপিকা শান্তা জাহান।

বর্তমান সরকারের সাফল্যের এক বছর পূর্তিতে সন্ধ্যায় ভালুকা সরকারি কলেজ মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্টে অংশ নেবেন তারা। 

এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘আজ দুপুরের দিকে আমরা ভালুকায় এসে পৌঁছেছি। এই এলাকায় আমি ও মৌসুমী “খায়রুন সুন্দরী” সিনেমার কাজ করেছিলাম। অনেকদিন পর মৌসুমীর সঙ্গে স্টেজে পারফর্ম করব। সেই সঙ্গে “খায়রুন সুন্দরী” সিনেমার জনপ্রিয় গানেও পারফর্ম করব।’

অপু বিশ্বাস বলেন, ‘দারুণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এটি। নতুন বছরে সকলে মিলে এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে ভালো লাগছে।’

জানা গেছে, ভালুকার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে কনসার্টে আরও অংশ নেবেন-অভিনেত্রী আঁচল, নিরব, মিষ্টি জান্নাত, শিরিন শিলা, সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কাজী শুভ, কনাসহ আরও অনেকে।