মফস্বল প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মারকার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লার গোলাম রাব্বানী ও তার মেয়ে প্রথম শ্রেণি পড়ুয়া সাদেকিনা রোশনী ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মিন্টু রহমান জানান, উপরাজারামপুর মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীতগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।