নারায়ণগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত

img

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসচাপায় রাকিব শিকদার নামের এক পথচারী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসার কাছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  তিনি একটি লরির হেলপার ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারী জানান, মাদানীনগর মাদ্রাসা এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত বাসচাপায় রাকিব ঘটনাস্থলেই মারা যান। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।